সিরিয়া অভিযানে ইসলামিক স্টেট জঙ্গিদের আটক করেছে যুক্তরাষ্ট্র

Tমানচিত্রে সিরিয়ার রাজধানী দামেস্ক।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, শনিবার (৯ এপ্রিল) পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের গুরুত্বপূর্ণ একজনকে তার দুজন সহযোগীসহ আটক করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সেন্টকমের এক বিবৃতিতে ওই সদস্যকে “আইএসআইএস হামলার সহায়তাকারী” হুদায়ফাহ আল ইয়েমেনি বলে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “হুদায়ফাহ আল ইয়েমেনি ও তার সহযোগীদের আটকের ফলে সংগঠনটির পরিকল্পনা ও অভিযান পরিচালনার সক্ষমতা ব্যাহত হবে”।

সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক অভিযানের মধ্যে এটি সর্বসাম্প্রতিক অভিযান।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, গত সপ্তাহে তাদের এক বিমান হামলায় খালিদ আয়িদ আহমাদ আল-জাবৌরি নিহত হয়েছেন। তাঁকে ইসলামিক স্টেট গ্রুপের জ্যেষ্ঠ নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে। যিনি “ইউরোপে আইএসআইএসের চালানো বিভিন্ন হামলার পরিকল্পনাকারী ছিলেন এবং আইএসআইএসের নেতৃত্বের কাঠামো তৈরি করেছিলেন”।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেওয়া হয়েছে।