ইউক্রেনের পূর্বাঞ্চলে নিজ নিজ বাহিনী পরিদর্শন করলেন জেলেন্সকি ও পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রেস কার্যালয় থেকে পাওয়া এই ছবিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে ডনেটস্ক প্রদেশের আভদিভকা অঞ্চলের একটি স্থানে এক সেনা সদস্যের সঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে; ১৮ এপ্রিল ২০২৩।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার পূর্বাঞ্চলের ছোট শহর আভদিভকায় সেনা সদস্যদের সঙ্গে দেখা করেন।ইউক্রেনে মস্কোর সেনাবাহিনীর অধিকৃত অঞ্চলে সামরিক নেতা ও সেনাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখা করেছেন; ক্রেমলিনের পক্ষ থেকে একথা জানানোর ১ দিন পর জেলেন্সকি তার সেনা সদস্যদের সঙ্গে দেখা করলেন।

জেলেন্সকির কার্যালয় জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে কমান্ডাররা তাকে অবহিত করেন। এক ভিডিও বার্তায় তাকে যুদ্ধের সরঞ্জাম পরিহিত সেনাদের উদ্দেশে বক্তব্য দিতে ও বিভিন্ন খেতাব দিতে দেখা গেছে। ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, তিনি একটি বড় ওয়্যারহাউজে ছিলেন, যেখানে অন্তত একটি উঁচু দেয়ালের সামনে বালুর বস্তা স্তুপ করে রাখা হয়েছে।

জেলেন্সকি বলেন, “ আজ আমি এখানে উপস্থিত হতে পেরে এবং আমাদের ভূখণ্ড, ইউক্রেন ও আমাদের পরিবারকে সুরক্ষা দেয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে পেরে সম্মানিত বোধ করছি।”

জেলেন্সকিকে একটি হাসপাতাল পরিদর্শন করতেও দেখা যায়, যেখানে তিনি সুযোগ-সুবিধা পরিদর্শন করেন, আহত সেনাদের সঙ্গে দেখা করেন এবং আরো পুরস্কার বিতরণ করেন।

ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে, পুতিন সোমবার ইউক্রেনের খেরসন ও লুহানস্ক প্রদেশের রুশ-অধিকৃত অঞ্চলে মস্কোর বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন। এই ২টি প্রদেশকে পুতিন গত বছরের সেপ্টেম্বর দখলে নিয়েছেন বলে দাবি করেন। কোনো সংবাদমাধ্যম স্বাধীন ভাবে পুতিনের ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। পুতিন রাশিয়ায় ফিরে যাওয়ার আগে ক্রেমলিনও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।ধারণা করা হয়, এটি ২ মাসের মধ্যে ইউক্রেনের অধিকৃত অঞ্চলে পুতিনের দ্বিতীয় সফর।

ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিও সম্প্রচার করে রুশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। এতে, পুতিনকে দক্ষিণ খেরসন অঞ্চলে রুশ বাহিনীর কমান্ড পোস্টে হেলিকপ্টারে করে আসতে এবং পরে, পূর্ব লুহানস্ক অঞ্চলের রুশ ন্যাশনাল গার্ডের সদরদপ্তরে উড়ে যেতে দেখা যায়।

গাঢ় রঙের স্যুট পরিহিত পুতিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন। খেরসন ও লুহানস্ক অঞ্চলের সামরিক সদর দপ্তরের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। একারণে, সেগুলো যুদ্ধ-রেখার ঠিক কতখানি কাছে, তা নির্ণয় করা যায়নি।

পুতির এমন সময় সামরিক সদরদপ্তরগুলো সফর করলেন, যখন ইউক্রেন দাবি করেছে, তারা অধিকৃত অঞ্চলের দখল ফিরে পেতে প্রতি-আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

এ প্রতিবেদনের কিছু অংশ এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।