সুদানে বিবদমান দুই পক্ষের যুদ্ধবিরতি উপেক্ষা—খার্তুমে ব্যাপক সংঘর্ষ

সুদানের খার্তুমে ভবনগুলোর পেছনে ধোঁয়া উড়ছে। ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরে পঞ্চম দিনের মতো সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই চলছে। ১৯ এপ্রিল, ২০২৩।

সুদানের যুদ্ধরত দুটি পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর বুধবার (১৯ এপ্রিল) পঞ্চম দিনের মতো রাজধানী খার্তুমে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।

র্তুমজুড়ে বিকট বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা শহরের কেন্দ্রস্থলে সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে প্রচণ্ড লড়াইয়ের কথা জানিয়েছেন।

যুদ্ধ থেকে বাঁচতে কয়েক দিন ধরে ঘরের ভেতরে আশ্রয় নেওয়ার পর খার্তুমের হাজার হাজার বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন। শনিবার থেকে রাজধানীর বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ও পানি নেই এবং অনেকেই খাবার খুঁজতে বাইরে যেতে ভয় পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সুদানের সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর সঙ্গে ফোনে কথা বলার পরে সেনাবাহিনী ও আরএসএফ উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

.দেশের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কয়েক মাস ধরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং আরএসএফকে জাতীয় সেনাবাহিনীতে একীভূত করার পরিকল্পনার পর শনিবার সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক র‍্যাপিড ফোর্সের মধ্যে লড়াই শুরু হয়।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, সুদানি কর্তৃপক্ষের মতে, যুদ্ধে ২৭০ জন নিহত এবং ২ হাজার ৬০০ জনের বেশি আহত হয়েছেন।

তবে মৃতের প্রকৃত সংখ্যা অনিশ্চিত কারণ প্রবল লড়াইয়ের কারণে কর্তৃপক্ষ রাস্তায় নিহতদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।

ভয়েস অফ আমেরিকার ইংলিশ টু আফ্রিকার ক্যারল ভ্যান ড্যাম ফক, ভয়েস অফ আমেরিকার আফ্রিকার সংবাদদাতা ম্যারিয়ামা ডিয়ালো, ভয়েস অফ আমেরিকার জাতিসংঘের সংবাদদাতা মার্গারেট বেশির, ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউজক সংবাদদাতা আনিতা পাওয়েল, ভয়েস অফ আমেরিকার পররাষ্ট্র বিভাগের ব্যুরো চিফ নাইক চিং ও ভয়েস অফ আমেরিকার রিপোর্টার মাইকেল অটিট এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।