সুদানে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নিতে ‘অপারেশন কাবেরি’ শুরু করেছে ভারত

সৌদি আরবের সরকারি আল-ইখবারিয়া টিভি চ্যানেলের দেয়া এবং এএফপিটিভি-এর মাধ্যমে পাওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, সুদান থেকে সৌদি আরব ও অন্যান্য দেশের নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য ব্যবহৃত একটি নৌকা, জেদ্দায় টেনে নেয়া হচ্ছে; ২২ এপ্রিল ২০২৩।

ভারতীয় নাগরিকরা গত কয়েকদিন ধরে সুদান থেকে পালাতে সাহায্য করার জন্য ভারত সরকারের কাছে উদ্বেগের সাথে আবেদন জানাচ্ছিলেন। এর পর, সোমবার নয়াদিল্লি সংঘাত-বিধ্বস্ত আফ্রিকার এই দেশে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নিতে “অপারেশন কাবেরি” শুরু করেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে সুদান থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত।

সুদানের শীর্ষ দুই জেনারেল; সেনাপ্রধান ও সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান এবং রাষ্ট্র পরিচালিত আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর কমান্ডার জেনারেল মোহাম্মদ দাগালোর মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বে সংঘাত শুরু হয় এবং ১৫ এপ্রিল তা যুদ্ধে রূপান্তর হয়।

সুদানে দ্রুত যুদ্ধ ছড়িয়ে পড়লে, অন্যান্য দেশ সুদানে আটকা পড়া কূটনীতিক এবং সহায়তা কর্মীসহ হাজার হাজার বিদেশীকে সরিয়ে নিতে তৎপর হয়ে উঠে।

সুদানে প্রায় ৪ হাজার ভারতীয় বাস করে।

১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পরপর, কিছু ভারতীয় টুইটারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে আফ্রিকার এই দেশের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে তাদেরকে এবং প্রিয়জনদের সরিয়ে নেয়ার আহ্বান জানান।

সরিয়ে নেয়ার এই আবেদনের পর, খার্তুমে ভারতের দূতাবাস একটি টেলিফোন লাইন চালু করে, যার মাধ্যমে সুদানে অবস্থানরত ভারতীয়দেরকে সরিয়ে নেয়া সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়।

শনিবার অন্য ১৫০ জনের সাথে তিনজন ভারতীয়কে সৌদি আরবে সরিয়ে নেয়া হয়। এই তিনজন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স-এর বিমানের ক্রু সদস্য। খার্তুমে যুদ্ধ শুরু হওয়ার পরপর তাদের বিমানে গুলি চালানো হয়। ফ্রান্সের এক উদ্ধার অভিযানে রবিবার ২৭টি দেশের নাগরিকদের সাথে পাঁচ ভারতীয়কেও সুদান থেকে পালাতে সহায়তা করা হয়।