কুপিয়ানস্ক যাদুঘরে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র; বলছে ইউক্রেন

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরের একটি যাদুঘরের আশেপাশের এলাকায় পুলিশ কর্মকর্তারা কাজ করছেন; এপ্রিল ২৫ ২০২৩(হ্যান্ডআউট, রয়টার্স-এর মাধ্যমে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার কুপিয়ানস্ক শহরের একটি যাদুঘরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ১ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, ইউক্রেনের ইতিহাস, সংস্কৃতি ও জনগণকে ধ্বংস করার জন্য যা যা করা সম্ভব, এর সবই করছে রাশিয়া।

কুপিয়ানস্কের হামলার পর জেলেন্সকি বলেন, “(তারা) ইউক্রেনীয়দের অত্যন্ত বর্বর প্রক্রিয়ায় হত্যা করছে। আমরা ১ সেকেন্ডের জন্যেও এ বিষয়টি ভুলে থাকতে পারিনা। এর জবাব দিতে হবে আমাদের এবং আমরা তা দেবো।”

জেলেন্সকি আরো বলেন, যারা যুদ্ধাপরাধের জন্য দায়ী, তাদের “নিশ্চিতভাবেই বিচারের সম্মুখীন হতে হবে এবং তা (প্রক্রিয়া) হবে ক্ষমাহীন।”

গত বছর ইউক্রেনের আগ্রাসন শুরুর একেবারে প্রথম দিকে রুশ বাহিনী উত্তর-পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ রেলযোগাযোগকেন্দ্র কুপিয়ানস্ক দখল করে নেয়। সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী শহরটি পুনর্দখল করে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।