কয়েক সপ্তাহের ইঙ্গিতের পর, পুনরায় নির্বাচনের দাঁড়ানোর ঘোষণা দিলেন বাইডেন

২৫ এপ্রিল, ২০২৩-এ প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অফিসিয়াল প্রচারাভিযানের ভিডিওচিত্র থেকে নেওয়া ছবি।

গত কয়েক সপ্তাহ ধরে পুনঃনির্বাচনের দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিন মিনিটের এক ভিডিওতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। ভিডিও-বার্তায় তিনি বলেন, তিনি বিশ্বাস করেন, আমেরিকার আত্মা ঝুঁকির মধ্যে রয়েছে।

বাইডেন তাঁর ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে বলেন, “চার বছর আগে যখন আমি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম , তখন আমি বলেছিলাম যে, আমরা আমেরিকার আত্মার জন্য যুদ্ধ করছি। আমরা আসলে এখনও যুদ্ধের মধ্যেই আছি”।

বাইডেন ভিডিওতে বলেন, তিনি আমেরিকার রাষ্ট্রীয় বিষয়গুলিকে ঠিক করেছেন, এবং হোয়াইট হাউজে আরও চার বছরের মেয়াদে থেকে গণতন্ত্রের কাঠামোকে এগিয়ে নিতে পারেন।

বাইডেন তাঁর ভিডিওতে আরও বলেন, “আমরা যে প্রশ্নের মুখোমুখি হচ্ছি, তা হল সামনের বছরগুলিতে আমাদের আরও স্বাধীনতা বা কম স্বাধীনতা, আরও অধিকার বা কম অধিকার থাকবে। আমি জানি আমি কি উত্তর চাই। এটা আত্মতুষ্টির সময় নয়। সেজন্যই আমি পুনঃনির্বাচনের জন্য লড়ছি।”

তবে, একটি সাম্প্রতিক ইয়াহু নিউজ-ইউগভ জরিপে দেখা যায়, ৩৮ শতাংশ আমেরিকান বাইডেন এবং ট্রাম্পের মধ্যে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ের কথা ভেবে "ক্লান্তি" অনুভব করেন। .

২৯ শতাংশ বলেছেন, দুজনার মধ্যে পুনরায় লড়াইয়ের ধারণাটি "ভয়" এর অনুভূতিকে উস্কে দেয়। উত্তরদাতাদের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫৬ শতাংশ এই মাসের শুরুতে পরিচালিত জরিপে বলেছেন, তারা মনে করেন না যে, বাইডেনের আবারও নির্বাচনে যাওয়া উচিত।

অন্যদিকে, রিপাবলিকান ভোটারদের মনোনয়ন জরিপে ট্রাম্পের নেতৃত্বের বিষয়টি উঠে আসে। তবে দলের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব তার বিরোধিতা করে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন, এঁদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ অন্যরা মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন।