কাবুল বিমানবন্দরের হামলার জন্য দায়ী ইসলামিক স্টেট নেতা নিহত

প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত এক ভিডিও থেকে নেয়া এই ছবিতে আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার আগে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের অ্যাবে গেটে দেখা যাচ্ছে। ২৬ আগস্ট, ২০২১। ফাইল ছবি।

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের যে নেতা ২০২১ সালের আগস্টে বোমা হামলা চালিয়েছিল সে আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে নিহত হয়েছে। ২০২১-এর ওই বোমা হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা এবং প্রায় ১৭০ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করার জন্য প্রাথমিকভাবে নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অফ আমেরিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেল নেতার নাম বলতে বা কখন, কোথায় তাকে হত্যা করা হয়েছিল তা তারা উল্লেখ করেননি।

ওই ব্যক্তি তালিবানের লক্ষ্যবস্তু ছিল, নাকি দুই গোষ্ঠীর চলমান লড়াইয়ের ফলে তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলেছে, “যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত ছিল না।”

স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়ক জন কারবি একটি ইমেইলে ভয়েস অফ আমেরিকাকে আইএস নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এটিকে তিনি এই বছর গোষ্ঠীটি এই পর্যন্ত যে ক্ষতির সম্মুখীন সেই হিসেবে এটি “উচ্চ পর্যায়ের নেতৃত্বের ক্ষতির ধারাবাহিকতায় আরেকটি” বলে অভিহিত করেছেন।

যখন যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম আউটলেট জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কাবুল বিমানবন্দরে অ্যাবে গেটে হামলায় নিহত যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনার পরিবারের সদস্যদের সাথে ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত করার জন্য যোগাযোগ করছেন, তখন আইএস সেল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিনগুলোতে অ্যাবে গেটে হামলা যুক্তরাষ্ট্রে একটি দীর্ঘস্থায়ী চিহ্ন রেখে গেছে।

হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিহতরা ন্যায়বিচার পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।