-
ইউক্রেনের মাইকোলেইভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত, ২৩ জন আহত—জানিয়েছেন কর্মকর্তারা।
-
নেটোর মিত্র ও অংশীদারেরা ইউক্রেনকে ১ হাজার ৫৫০টি সাঁজোয়া যান, ২৩০টি ট্যাংক দিয়েছে: নেটো প্রধান
-
স্টলটেনবার্গ জেলেন্সকির সঙ্গে শি জিনপিংয়ের আলোচনাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এই সত্যিটার এখনো পরিবর্তন হয়নি যে চীন এখনো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি।
-
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ছবিতে দেখা যায়, ২০২৩ সালের মার্চ মাস নাগাদ রাশিয়ার বাহিনী জাপোরিঝিয়াতে ছয়টি চুল্লির ভবনের ছাদে বালির ব্যাগ দিয়ে যুদ্ধের অবস্থান তৈরি করেছিল।
দক্ষিণ ইউক্রেনের শহর মাইকোলেইভে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রাম অ্যাপে বলেছেন, “রাতে রাশিয়া কৃষ্ণ সাগর থেকে মাইকোলেইভে চারটি কালিব্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে”।
জেলেন্সকি বলেন, বুধবার তিনি এবং শি জিনপিং ফোনে “দীর্ঘ ও অর্থবহ” আলোচনা করেন। দুজনই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনার মধ্যস্থতার জন্য সম্ভাব্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে বেইজিং ও কিয়েভে দূত পাঠাতে সম্মত হয়েছেন।
জেলেন্সকি বারবার বলেছেন, মস্কো ইউক্রেন থেকে তাদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তাঁর সরকার শান্তি আলোচনায় অংশ নেবে না। জেলেন্সকি শি জিনপিংয়ের সঙ্গে তাঁর ফোনালাপের পর বলেছেন, “আঞ্চলিক আপোষের মূল্যে শান্তি আলোচনা হতে পারে না”।
মস্কো চায়, ক্রাইমিয়াকে রাশিয়ার অধিগ্রহণ করার এবং ইউক্রেনের দনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়া প্রদেশ রাশিয়ার অংশ- রাশিয়ার গত বছরের এই ঘোষণাকে ইউক্রেন স্বীকৃতি দিক।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।