ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৬ জন

ইউক্রেনের উমানে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মৃতদেহ নিয়ে যাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা; ২৮ এপ্রিল ২০২৩।

.নেটো মিত্ররা তাদের প্রতিশ্রুত প্রায় সব যুদ্ধযান ইউক্রেনে পৌঁছে দিয়েছে। এর মধ্যে রয়েছে ১৫৫০টির বেশি সাঁজোয়া যান এবং ২৩০টি ট্যাংক।

  • এই বছরের রাশিয়ান ইন্টারন্যাশনাল আর্মি গেমস বাতিল করেছে রাশিয়া। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, রাশিয়া এই আয়োজন বাতিল করেছে কারণ, সম্ভবত তারা উদ্বিগ্ন যে, যুদ্ধের সময় এটাকে নিরর্থক হিসেবে দেখা হতে পারে। ”

রাশিয়া শুক্রবার ভোরে রাজধানী কিয়েভসহ ইউক্রেন জুড়ে ২০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় অ্যাপার্টমেন্টে ঘুমন্ত লোকজন নিহত হয়েছেন।

এপির খবরে বলা হয়েছে, মধ্য ইউক্রেনের উমানে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ১০ বছরের শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জাতীয় পুলিশ এপিকে জানিয়েছে, হামলায় ১২ জন আহত হয়েছে এবং হামলার পর তিন শিশুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার কাউন্সিল অফ ইউরোপের পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব গৃহীত হয়েছে । এতে বলা হয়েছে, রাশিয়া যে ইউক্রেনীয় শিশুদের স্থানান্তকরণ করেছে, এর মধ্যে গণহত্যার প্রমাণ রয়েছে।

এছাড়া, বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সময় ইউক্রেনের শিশুরা যারা “আটক, গ্রেপ্তার এবং অপরাধমূলকভাবে রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে” তাদেরকে ইউক্রেনে নিয়ে আসার বিষয়ে সহায়তার জন্য অনুরোধ করেছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার কমিশনার ফর চিলডেন্স রাইট মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করেছে। ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে শিশুদের রাশিয়ায় স্থানান্তরে জড়িত থাকার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এপি থেকে নেয়া হয়েছে।