সিরিয়ার হোমস প্রদেশে ইসরাইলি বিমান হামলা, আগুন

হোমসসহ সিরিয়ার মানচিত্র

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ,শনিবার ভোরে সিরিয়ার হোমস প্রদেশে সন্দেহভাজন ইসরাইলি বিমান হামলা চালায়

সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একটি বেসামরিক জ্বালানি স্টেশনে আগুন ধরে যায় বেশ কয়েকটি জ্বালানি ট্যাংকার ও ট্রাক পুড়ে যায়।

এতে বলা হয়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী হোমসের আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের জবাব দেয় এবং তাদের কয়েকটিকে ভূপতিত করে।

সরকারপন্থী শাম এফএম রেডিও জানিয়েছে, হামলার ফলে হোমস শহরের দক্ষিণে আগুনের সূত্রপাত হয় এবং ওই এলাকা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ব্রিটেনভিত্তিক বিরোধী যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হোমসের গ্রামাঞ্চলে একটি সামরিক বিমানবন্দরে লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর একটি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে।

অবজারভেটরি জানিয়েছে, এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসরাইল ওই স্থানে হামলা চালিয়েছে। গত ২ এপ্রিল ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হোমসের বেশ কয়েকটি স্থানে ইসরাইলি বিমান হামলায় পাঁচ সেনা আহত হয়েছে। তারা আরও জানায়, আগের হামলায় হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছেন।

হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি।

সোমবার সিরিয়ার সরকারপন্থী গণমাধ্যম জানিয়েছে, গোলান মালভূমির কাছে সিরিয়ার দক্ষিণাঞ্চলে লক্ষ্যবস্তুতে ইসরাইল গোলাবর্ষণ করেছে।