গুপ্তচরবৃত্তির হুমকির অভিযোগে রুশ কূটনীতিকদের বহিষ্কারকে যথার্থ বলেছে জার্মানি

ফাইল ছবি - জার্মানির বার্লিনে রাশিয়ার দূতাবাস। (৩ সেপ্টেম্বর, ২০২০) .

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে গোয়েন্দা সংস্থার উপস্থিতি কমাতে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করে জার্মানি। সোমবার জার্মানি ‘এর যৌক্তিকতা তুলে ধরে এবং অন্যদিকে ক্রেমলিনওও পাল্টা ব্যবস্থা নেয়।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “এসব লোকের কর্মকাণ্ড তাদের কূটনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” এ বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয়।

বার্লিন এর আগে কূটনীতিকদের প্রস্থানের কোনও যৌক্তিকতা দেখায়নি। এই পদক্ষেপের ফলে মস্কোতে প্রায় ২০ জন জার্মান দূতাবাসকর্মীকে বহিষ্কার করা হয়। জার্মানির পররাষ্ট্র মন্ত্রক নিশ্চিত করেছে, দূতাবাসের কর্মীরা সোমবার মস্কো ত্যাগ করেছেন।

ইউক্রেনে সামরিক আক্রমণের আগে থেকেই রাশিয়ার ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার, তবে আক্রমণের পর জার্মানি মস্কো থেকে দূরে সরে গিয়ে, সংঘাতে অর্থনৈতিক ও সামরিক উভয় ভাবে কিয়েভকে সমর্থন করছে।

জার্মান নিরাপত্তা পরিষেবাগুলির মতে, ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে জার্মানিতে রাশিয়ার গুপ্তচরবৃত্তি সাম্প্রতিক বছরগুলির তূলনায় বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালের বসন্ত নাগাদ জার্মানি নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ প্রায় ৪০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে, যাদের বার্লিন তার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে।

গত বছরের অক্টোবরে জার্মান সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান আর্নে শোয়েনবোহমকে বরখাস্ত করা হয়। রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে এমন সাইবার সিকিউরিটি কনসালটেন্সির সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।