ইউক্রেনের সর্বসাম্প্রতিকঃ ইউক্রেনে ৩০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র

ওলেনা আর্চিপেনকো নামের এই নারী ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় দনেৎস্ক অঞ্চলের সিভার্সকে তার প্রতিবেশীদের কাছে বিতরণ করার জন্য রুটি প্রস্তুত করার ফাঁকে তার অভিব্যক্তি ।২ মে ২০২৩।

নতুন অগ্রগতিঃ

  • ইউক্রেন ও বেলারুশসংলগ্ন রাশিয়ার ব্রায়ান্সকি অঞ্চলে এক বিস্ফোরণে দ্বিতীয় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

  • হোয়াইট হাউজের অনুমান, ডিসেম্বর থেকে পূর্ব ইউক্রেনে ২০ হাজার রুশ নিহত হয়েছে। হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেন, তাদের প্রায় অর্ধেকই ওয়াগনার গ্রুপের ভাড়াটে বাহিনীর অংশ।

  • ওয়াগনার গ্রুপের প্রধান বলেছেন, তার যোদ্ধারা মস্কোর সমর্থনের অভাবে তাদের প্রয়োজনীয় সরবরাহ পাচ্ছে না।

  • ইউক্রেনীয় সেনারা অবরুদ্ধ শহর বাখমুতে রুশ সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং পাল্টা আক্রমণ করছে। ফলে রুশ সেনারা তাদের কিছু অবস্থান পরিত্যাগ করতে বাধ্য হচ্ছে।

ইউক্রেনকে প্রায় ৩০ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩ মে) এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন একটি পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

এই থোক সামরিক সহাতার মধ্যে গোলন্দাজ বাহিনীর জন্য হাউইটজার কামান, এইচআইএমএআরএসের জন্য রকেট এবং মর্টার, ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি ট্যাংক রাইফেল থাকবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এটি ইউক্রেনে পাঠানো অস্ত্রের ৩৭তম চালান। প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, ইউক্রেন “শেষ পর্যায়ে আছে, যখন আমরা বলতে পারিঃ ‘হ্যাঁ সবকিছু প্রস্তুত।’”।

রাশিয়ায় দ্বিতীয় হামলা

টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে মঙ্গলবার এক বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। তবে স্থানীয় গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষই বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।