ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শনিবার অধিকৃত পশ্চিম তীরে অভিযান কালে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। দুজনই জঙ্গি ছিলেন বলে জানিয়েছে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী।
তুলকারেম শহরের নিকটবর্তী নুর শামস শরণার্থী শিবিরে পরিচালিত প্রাণঘাতী অভিযানটি হলো, গত বছর থেকে শুরু হওয়া ইসরাইলি-ফিলিস্তিনি সহিংসতার সর্বসাম্প্রতিক ঘটনা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির সঙ্গে যুক্ত জঙ্গি গোষ্ঠী আল আকসা শহীদ ব্রিগেডের তুলকারেমের শাখা নিহত দুই জনকে সামের এল শাফেই ও হামজা খারিউশ বলে শনাক্ত করেছে। উভয়ের বয়সই ২২ বছর।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে নিকটবর্তী ইসরাইলি বসতিতে এই দুই বন্দুকধারী গুলি চালিয়ে হামলা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। আভনেই হেফেটজ ইহুদি বসতি-তে গোলাগুলির সময় একজন ইসরাইলি বেসামরিক নাগরিক আহত হন এবং কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, দুই বন্দুকধারীর প্রাণহীন দেহ টিনের ছাদে পড়ে আছে। আর তখন ইসরাইলের সেনারা তাদের দেহতল্লাসী করছিলো। এক পর্যায়ে ইসরাইলি বাহিনীর এক সদস্য মৃত এক জনের পরনের জিন্স আংশিক খুলে ফেলার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, দু'জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর সৈন্যরা সেখান থেকে চলে যায়।
চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০৪ জনে উন্নীত হয়েছে।
একই সময়ে, ইসরাইলিদের বিরুদ্ধে পরিচালিত ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছে অন্তত ৫০ জন।