বুরকিনা ফাসোতে এ সপ্তাহে ৪০ জন নিহত

Map of Burkina Faso

বুরকিনা ফাসোর যেসব এলাকায় জিহাদি হামলা চলছে, সে সব এলাকায় একের পর এক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। শুক্রবার বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে।

সর্ব-সাম্প্রতিক সহিংসতায় বুরকিনা ফাসোর অশান্ত উত্তরাঞ্চলের গ্রামগুলোতে ধারাবাহিক অভিযানে প্রায় ২০ জন নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় ইয়াতেঙ্গা প্রদেশের তিনটি গ্রামে বৃহস্পতিবার ভোরে অস্ত্রধারী ব্যক্তিরা হামলা চালায়।

স্থানীয় এক বাসিন্দা শুক্রবার বলেন, "গতকাল ভোর ৫টার দিকে (স্থানীয় ও জিএমটি সময়) সশস্ত্র গোষ্ঠীগুলো পেল্লে, জান্না ও নংফেয়ার গ্রামে হামলা চালায়।” এসব হামলায় ২৫ জন নিহত হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এতে আরো অনেকে আহত হয়েছেন।

অন্য এক বাসিন্দা জানান, “মোটরসাইকেলে আসা হামলাকারীদের স্বেচ্ছাসেবক (সেনাবাহিনীর বেসামরিক সহায়ক) এবং সৈন্যরা ধাওয়া করে বলে

একটি নিরাপত্তা সূত্র এই হামলার কথা নিশ্চিত করেছে এবং নিহতের সংখ্যা প্রায় ২০ বলে জানিয়েছে। হামলাকারীদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে বলেও জানায় সূত্রটি

অন্য একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, “বার্গা জঙ্গলে আশ্রয় নেয়ার পর, হামলাকারীদের ওপর বিমান বাহিনীর সহায়তায় আঘাত হানা হয়। এ সময় তাদের কয়েকজন নিহত হয়।”

শুক্রবার দিনের আরও আগের দিকে, বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের পৃথক হামলায় আরো ২০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।