ভারতের প্রধানমন্ত্রী রবিবার নয়াদিল্লিতে দেশটির নতুন বিশাল ও বিতর্কিত সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনেক বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানের নিয়ন্ত্রণ গ্রহণের সমালোচনা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
দলগুলো গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে বলেছে, “... রাষ্ট্রপতি মুর্মুকে পুরোপুরি উপেক্ষা করে মোদির নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত কেবল গুরুতর অপমানই নয়, আমাদের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।“
প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী টুইট করেছেন, মোদী এই অনুষ্ঠানটিকে তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠান হিসাবে দেখছেন।
মোদি বলেছেন, আগামী বছরের নির্বাচনে তিনি তৃতীয় মেয়াদে প্রার্থী হবেন।
অনেকে যুক্তি দেখিয়েছেন, সংসদ নির্মাণে ব্যবহৃত প্রায় ১২ কোটি ডলার আরও ভালভাবে ব্যবহার করা যেতে পারতো বা তার একটি অংশ পুরানো সংসদ সংস্কারের জন্য ব্যবহার করা যেতে পারতো।
নতুন ভবনটি ব্রিটিশ আমলের সংসদকে প্রতিস্থাপন করলো। রবিবারের ভাষণে মোদী বলেন, ভারত তার ঔপনিবেশিক অতীতকে পিছনে ফেলে এসেছে।
এই প্রতিবেদনে এপির তথ্য ব্যবহার করা হয়েছে।