যুক্তরাষ্ট্র বলেছে, চীনের ফাইটার জেট যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানের খুব কাছ দিয়ে আক্রমণাত্মকভাবে উড়ে গেছে

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেয়া ভিডিওর এই ছবিতে একটি চীনা জে-১৬ ফাইটার দক্ষিণ চীন সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি আরসি-১৩৫ বিমানের কাছ দিয়ে উড়ে যায়। ২৬মে, ২০২৩।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে একটি টহল মিশনের সময় একটি চীনা ফাইটার জেট তাদের একটি রিকনেসান্স বিমানের কাছ দিয়ে উড়ে যায়।

ইউএস ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, চী্নের জে-১৬ যুদ্ধবিমান আরসি-১৩৫ বিমানের “একদম সামনে সরাসরি উড়ছিল” এবং “অপ্রয়োজনীয়ভাবে আক্রমণাত্মক কৌশলে” পাইলটকে ঝাঁকুনির মধ্য দিয়ে উড়তে বাধ্য করেছিল।

গত সপ্তাহের ঘটনাটি ডিসেম্বরে অনুরূপ ঘটনার ছয় মাস পরে ঘটলো। ডিসেম্বরে আরেকটি আরসি-১৩৫ বিমানের ক্রুরা চীনা ফাইটার জেটের সাথে সংঘর্ষ এড়াতে কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছিল।

দক্ষিণ চীন সাগর জুড়ে চীনের আক্রমণাত্মক সম্প্রসারণ এবং স্ব-শাসিত তাইওয়ানের ওপর তার ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক চাপসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সময় এই ঘটনাগুলো ঘটে। তাইওয়ানকে চীন নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে। আকাশ পুনরুদ্ধার মিশনের পাশাপাশি যুক্তরাষ্ট্র “নেভিগেশনের স্বাধীনতা” ধারণার অধীনে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের নৌ যুদ্ধজাহাজও চালনা করছে।

পেন্টাগন বলেছে, চীন এই সপ্তাহে সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ আঞ্চলিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে সাক্ষাৎ করার জন্য প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শ্যাংফুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।