শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নিশ্চিত করেন যে “ইউক্রেনে কার্যকর প্রতি আক্রমণ ও প্রতিরক্ষামূলক অভিযান চলছে।” তবে যুদ্ধক্ষেত্রে কী হচ্ছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার জেনারেলরা “সবাই ইতিবাচক মনোভাব বজায় রাখছেন। এ তথ্যটি পুতিনকে জানিয়ে দিন।” তিনি ইউক্রেন সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কিয়েভে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সান্ধ্যকালীন ভিডিও বক্তব্যে জেলেন্সকি সবচেয়ে তীব্র লড়াইয়ে নিয়োজিত পূর্ব ও দক্ষিণ ফ্রন্টের যোদ্ধাদের কথা উল্লেখ করে বলেন, “যারা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং যারা এগিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
রাশিয়া জানিয়েছে, ইউক্রেন এ সপ্তাহে বড় আকারে আক্রমণ চালাচ্ছে, কিন্তু কিয়েভের সেনারা রুশ প্রতিরক্ষাব্যুহ ভেদ করতে ব্যর্থ হয়েছে এবং বড় আকারে ক্ষতির শিকার হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত দৈনিক হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে জানায়, ইউক্রেন গত ৪৮ ঘণ্টায় তাদের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ অভিযান চালিয়েছে। ইউক্রেনের বাহিনী কিছু অঞ্চলে “খুব সম্ভবত ভালো ফল পেয়েছে এবং রুশ প্রতিরক্ষাব্যুহের প্রথম ধাপ ভেদ করতে সক্ষম হয়েছে।” অন্যান্য জায়গায় ইউক্রেন ধীরগতিতে আগাচ্ছে।
তবে ইউক্রেন আদৌ রুশ প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে কী না, তা নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলো যাচাই করতে সক্ষম হয়নি।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।