ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড়ে ৮ জন নিহত, ১৯ জন নিখোঁজ

দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে ডো সুল রাজ্যের কারাতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো দেখা যাচ্ছে। ১৮ জুন, ২০২৩।

শনিবার দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন ঝড়ের কারণে এই অঞ্চলে ৮ জন নিহত হয়েছে এবং ১৯ জন নিখোঁজ রয়েছে।

গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, নিহতদের মধ্যে ৪ মাস বয়সী এক শিশু ছিল। উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। সাতটি শহরে প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সরকারের দুজন মন্ত্রী রিও গ্র্যান্ডে ডো সুল এবং একটি সংকটজনক পরিস্থিতির সম্মুখীন শহরগুলোর জন্য সমর্থন প্রদর্শন এবং বিনিয়োগের ব্যবস্থা করতে রাজ্যে সফর করেন। তারা প্রতিবেশী সান্তা ক্যাটারিনা রাজ্যেও যাবেন, ওই রাজ্যটি বন্যার কবলে পড়েছিল।

দমকলকর্মীরা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়া রিও গ্র্যান্ডে ডো সুলের ৩৫টি শহর জুড়ে ২৪০০টি উদ্ধারকাজ করেছে।

রিও গ্র্যান্ডে ডো সুলে বেশ কয়েকটি রাস্তা তখনো অবরুদ্ধ ছিল। শুক্রবার জুড়ে রাজ্যের প্রধান শহরগুলোতে যাওয়ার ফ্লাইট বাতিল করা হয়েছিল। রাজ্য জুড়ে বিদ্যুৎ বন্ধ ছিল।

ক্ষতিগ্রস্থ শহরগুলোর মেয়ররা বলেছেন, ২৪ ঘণ্টায় সাধারণভাবে পুরো জুন মাসে প্রত্যাশিত বৃষ্টির তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে।