সুইডেনের নেটোতে যোগ দেয়াকে সমর্থন করতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে উৎসাহিত করেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন (বাম থেকে দ্বিতীয়) লন্ডনে ইউক্রেন পুনরুদ্ধার সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের (ডানে) সাথে সাক্ষাৎ করেন। ২১ জুন, ২০২৩।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে বৈঠকে নেটোতে যোগদানের জন্য সুইডেনকে সমর্থন করার জন্য আঙ্কারাকে উৎসাহিত করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র একথা জানায়।

তুরস্ক নিরাপত্তা বিষয়ক উদ্বেগ উল্লেখ করে পশ্চিমা সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের আহ্বানের বিষয়ে আপত্তি জানিয়েছে। তবে ব্লকের সদস্যরা আশা প্রকাশ করেছে যে, সুইডেন জুলাইয়ের মাঝামাঝি ভিলনিয়াসে একটি শীর্ষ সম্মেলনের ঠিক সময়ে সদস্যপদ লাভ করবে।

গত মাসে ব্লিংকেন অবিলম্বে ব্লকে সুইডেনের যোগদান চূড়ান্ত করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান। সুইডেন এবং ফিনল্যান্ড উভয়ই গত বছর কয়েক দশকের সামরিক নিরপেক্ষতার পরিবের্তে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে নেটোতে যোগদানের জন্য আবেদন করে।

ফিনল্যান্ড এপ্রিলে নেটোতে যোগ দেয় কিন্তু তুরস্ক সুইডেনের সদস্যপদ লাভে বাধা দিয়ে চলেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, স্টকহোমে তুরস্ক বিরোধী বিক্ষোভ প্রতিরোধ না করা পর্যন্ত শীর্ষ সম্মেলনে আঙ্কারার কাছ থেকে সম্মতি আশা করা উচিত নয়।

তুরস্ক বলেছে, সুইডেন জঙ্গি গোষ্ঠীর সদস্যদেরকে আশ্রয় দেয়, যাদেরকে তুরস্ক সন্ত্রাসী বলে মনে করে। সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে অর্থায়ন বা সমর্থন করা আরও কঠিন করতে সম্প্রতি সুইডেন নতুন একটি আইন চালু করেছে।

বুধবার সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেন, তুরস্কের সংসদের সুইডেনের আবেদন অনুমোদন করা শুরু করা উচিত। কারণ স্টকহোম এখন আঙ্কারার সাথে একটি চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা পূরণ করেছে।

ব্লিংকেন এবং ফিদান ইউক্রেনের সম্মেলনে যোগ দিতে লন্ডনে গিয়েছেন। সেখানে মিত্রদের বিলিয়ন বিলিয়ন ডলার অর্থনৈতিক ও পুনর্গঠন সহায়তার প্রতিশ্রুতি দেয়ার কথা ছিল। ফিদান বলেন, তিনি ইউক্রেনের প্রতি তুরস্কের সমর্থন প্রদর্শন করতে সেখানে ছিলেন।