রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ৩, আহত ৮

ইউক্রেনের কিয়েভে রুশ হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয় (২৪ জুন, ২০২৩)

স্থানীয় কর্মকর্তারা বলছেন, শনিবার কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পোপকো জানান, এটা ছিল জুনে ইউক্রেনের রাজধানীতে অষ্টম রুশ হামলা। তিনি আরও জানান, রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে ধ্বংসাবশেষ পড়ে গিয়ে কিয়েভের একটি ২৪ তলা ভবনের বেশ কয়েকটি তলায় আগুন ধরে যায়। তিনি আরও জানান, আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের আশেপাশের আকাশসীমায় ২০টিরও বেশি রুশ ক্ষেপণাস্ত্রকে ভূপতিত করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, শনিবার রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ভবনগুলোর ক্ষতি হয়েছে ও লোকজন হতাহত হয়েছেন।

ইতোমধ্যে নিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ৪টি বাড়ি ধ্বংস হয়। এ ঘটনায় ৩ শিশুসহ ১১ জন আহত হন। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাশিয়ার সীমান্তের ঠিক দক্ষিণে অবস্থিত ১০ লাখ মানুষের শহর খারকিভের গ্যাস সংযোগ লাইন আক্রান্ত হলে এতে আগুন ধরে যায়। টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় মেয়র ইহর তেরেখভ এ তথ্য জানান। তেরেখভ জানান, শহরের দিকে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

ক্রেমেনচুকেও বিস্ফোরণের বিষয়ে তথ্য জানা গেছে। আরএফই/আরএল এ তথ্য জানিয়েছে।

এ প্রতিবেদনে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি তথ্য সরবরাহ করেছে। এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।