ওয়াগনার প্রধান তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার ও তাকে বেলারুশে পাঠানোর চুক্তিতে সম্মত হলেন

ভিডিও থেকে নেওয়া ছবিতে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে বাখমুত থেকে কথা বলতে দেখা যাচ্ছে (২৫ মে, ২০২৩)

ভাড়াটে সেনার দল ওয়াগনারের নেতা ইয়েভগেনি প্রিগোঝিন তার সংগঠনের যোদ্ধাদের সঙ্গে নিয়ে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ক্রেমলিন শনিবার জানিয়েছে, তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করা হবে এবং তিনি বেলারুশে চলে যাবেন।

বেলারুশের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদনক্রমে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ওয়াগনার গ্রুপের প্রধানের সঙ্গে এই চুক্তি নিয়ে দর কষাকষি করেন। লুকাশেঙ্কো বলেন, তিনি প্রিগোঝিনকে ২০ বছর ধরে ব্যক্তিগতভাবে চেনেন।

ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ সংবাদদাতাদের জানান, এই আলোচনার মাধ্যমে ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়টির নিশ্চয়তা দেওয়া হয়। তিনি বলেন, “সম্মুখযুদ্ধে তাদের বীরোচিত কার্যক্রমের প্রতি আমরা সব সময়ই সম্মান জানিয়েছি।” তিনি আরও জানান, এই সংকট নিরসনে লুকাশেঙ্কোর ভূমিকার জন্য তার প্রতি মস্কো কৃতজ্ঞ।

পেসকভ জানান, যেসব যোদ্ধা এই বিদ্রোহে অংশ নেননি, তাদেরকে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ দেওয়া হবে। মন্ত্রক ১ জুলাইর মধ্যে সব ধরনের স্বশাসিত স্বেচ্ছাসেবী বাহিনীকে নিজেদের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য হাতে নিয়েছে।

এই চুক্তির অংশ হিসেবে রুশ প্রতিরক্ষা মন্ত্রকে কোনো কর্মকর্তা রদবদল হবে কী না, এ প্রশ্নের জবাবে পেসকভ বলেন, “এই বিষয়গুলো রুশ ফেডারেশনের সংবিধান অনুযায়ী শুধুমাত্র সুপ্রিম কমান্ডার-ইন-চিফের (পুতিন) বিবেচনা ও এখতিয়ারের মধ্যে পড়ে। সুতরাং ওপরে উল্লেখিত আলোচনার সময় এ বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।”

প্রিগোঝিনের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া তার বাহিনীর সব সদস্য প্রত্যাহার করে নিতে রাজি করানোর জন্য অন্য কোনো শর্তে রাজি হতে হয়েছে কী না, এ বিষয়ে কিছু জানাননি পেসকভ। তিনি জানান, পুতিন প্রিগোঝিন ও তার যোদ্ধাদের নিরাপত্তার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

শুক্রবার থেকে শুরু হওয়া ঘটনাগুলোকে তিনি “মর্মান্তিক” বলে অভিহিত করেন।