ট্রাম্প “অত্যন্ত গোপনীয়” নথি নিয়ে আলাপ করেছেন, অডিও রেকর্ডিংয়ে প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে মামলার শুনানির পর বক্তব্য রাখছেন (বেডমিন্সটার, নিউ জার্সি, ১৩ জুন, ২০২৩)

বিভিন্ন সংবাদ মাধ্যমের হাতে একটি অডিও রেকর্ডিং এসেছে যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ২০২১ সালে অফিস ছেড়ে যাওয়ার পর এক লেখকের সঙ্গে ইরানে হামলা চালানো বিষয়ক গোপন নথি নিয়ে আলাপ করতে শোনা গেছে।

গত মাসে তার বিরুদ্ধে আনা বেআইনিভাবে গোপন সরকারী নথি রেখে দেওয়া ও ফেডারেল তদন্ত প্রক্রিয়াকে বাধা দেওয়ার অভিযোগ আনার সময় ফেডারেল কৌসুলিরা এই কথোপকথনের অংশবিশেষ উদ্ধৃত করেন।

সিএনএন, দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস সোমবার এই অডিও ক্লিপ প্রকাশ করেছে, যেখানে ট্রাম্প কিছু প্রতিবেদনের কথা উল্লেখ করেন। এই প্রতিবেদনে জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি আশংকা প্রকাশ করেন, ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ইরানের সঙ্গে সংঘাত সৃষ্টি করতে পারেন।

রেকর্ডিংয়ের নেপথ্যে কাগজ নাড়াচাড়া করার শব্দ শোনা যায়। ট্রাম্প বলেন, “মিলির ব্যাপারে বলতে গেলে, আমি আপনাকে একটি উদাহরণ দেব। তিনি জানান, আমি ইরানে হামলা চালাতে চাই। এটা কি বিস্ময়কর নয়? আমার কাছে বড় একটি কাগজের স্তূপ আছে; (সেখান থেকে) এ নথি আমি এমনি এমনি খুঁজে পাই। দেখুন, সে এরকমই, তারা আমার কাছে এটি উপস্থাপন করেছিল। আমি এটা অফ দ্য রেকর্ড বলছি, কিন্তু তারা এটা আমার কাছে উপস্থাপন করে। সে এরকমই। তার ও প্রতিরক্ষা বিভাগের কাজ এরকমই।”

“এতে আমি খুব সহজেই মামলা জিততে পারি, জানেন?”, বলেন ট্রাম্প। “কিন্তু বিষয়টা হল, এটা খুবই গোপনীয় ছিল। এটা গোপন তথ্য।”

ট্রাম্প পরবর্তীতে বলেন, “দেখুন, প্রেসিডেন্ট হিসেবে আমি এটাকে ডিক্লাসিফাই করতে পারতাম। কিন্তু এখন আর পারছি না।”

সাবেক প্রেসিডেন্ট বলেছেন, ওভাল অফিস থেকে হোয়াইট হাউজের বাসস্থানে নিয়ে যাওয়া সব নথিকে ডিক্লাসিফাই করার জন্য তার কাছে একটি “স্ট্যান্ডিং অর্ডার” ছিল। জুনে আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।