ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে তদন্ত প্রত্যাহার করলো রুশ কর্তৃপক্ষ

প্রাইভেট ভাড়াটে ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরে ঘাঁটিতে ফিরে যাওয়ার জন্য দক্ষিণ সামরিক জেলার সদর দপ্তর থেকে বেরিয়ে এসেছে। ২৪ জুন, ২০২৩।

মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ঘোষণা করেছে, তারা ইয়েভগেনি প্রিগোজিন এবং তার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর সদস্যদের দ্বারা সংঘটিত সশস্ত্র বিদ্রোহের তদন্ত বন্ধ করছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ওয়াগনার গ্রুপ রাশিয়ার সামরিক বাহিনীর কাছে ভারী সামরিক সরঞ্জাম হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার প্রিগোজিনের অবস্থান স্পষ্ট ছিল না।

রুশ জাতির উদ্দেশে দেয়া এক বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ওয়াগনার বিদ্রোহের সংগঠকদেরকে “বিশ্বাসঘাতক” বলে অভিহিত করেছেন।

পুতিন ওয়াগনার সৈন্য এবং তাদের কমান্ডারদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদেরকে তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রক বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে স্বাক্ষর করে রুশ সামরিক বাহিনীতে যোগদান করার জন্য “দেশপ্রেমিক” বলে অভিহিত করেছিলেন। তিনি তাদেরকে তারা যদি পরিবার এবং বন্ধুদের কাছে ফিরে যেতে চায় বা বেলারুশে ফিরে যেতে চায়- সে সুযোগও দিয়েছেন।

পুতিন প্রিগোজিনের কোনো উল্লেখ করেননি। তবে, তিনি বলেন, এই বিদ্রোহের সংগঠকরা “তাদের দেশ, তাদের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যাদেরকে অপরাধে আকৃষ্ট করা হয়েছিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।”

প্রিগোজিন দাবি করেন, ওয়াগনার গ্রুপ রাশিয়ার “এবং এমনকি বিশ্বে” সবচেয়ে কার্যকর যুদ্ধ শক্তি।

সোমবার তাস নিউজ এজেন্সি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বলে, রুশ গোয়েন্দা সংস্থা তদন্ত করছে যে, পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলো বাতিল হওয়া বিদ্রোহে ভূমিকা রেখেছে কিনা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমরা স্পষ্ট করেছি যে, আমরা জড়িত নই। এতে আমাদের কিছু করার নেই। ”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।