ঈদুল আজহা উপলক্ষ্যে মুসলিমদের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের শুভেচ্ছা বার্তা

হোয়াইট হাউজের সাউথ লনে প্রেসিডেন্ট বাইডেন, ১ জুন ২০২৩।

ঈদুল আজহা উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। এতে বলা হয়, "...ঈদের ঐতিহ্যগুলো ইব্রাহীম (আঃ) ও তার পরিবারের ঈশ্বরের প্রতি চূড়ান্ত আনুগত্যের গল্প এবং স্বার্থহীনতা, দান ও অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সেবা করার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়"।

বিবৃতিতে আরও বলা হয়, "এ বছর প্রথম বারের মতো হোয়াইট হাউজ মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করছে... মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা লক্ষ লক্ষ মুসলমানের আবাসস্থল হতে পেরে গর্বিত, যারা আমাদের দেশের সাংস্কৃতিক কাঠামোকে সমৃদ্ধ করে এবং আমাদের অভিন্ন সমৃদ্ধিতে অবদান রাখে।"

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ঈদুল আজহার চেতনা মুসলমানদের জীবনে আনন্দ, শান্তি ও ঐক্য বয়ে আনবে।