নর্ডিক নেতাদের সাথে সাক্ষাৎ এবং নেটোতে ফিনল্যান্ডের যোগদান উপলক্ষ্যে হেলসিঙ্কিতে বাইডেন

হেলসিঙ্কিতে ইউএস-নর্ডিক লিডার্স সামিট ২০২৩ চলাকালীন হেলসিঙ্কি সিটি হলের সামনে ফিনল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেনের পতাকা। ১৩ জুলাই, ২০২৩। (লেহতিকুভা/এমি কোরহোনেভিয়া রয়টার্স)

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নর্ডিক দেশগুলোর নেতাদের সাথে সাক্ষাৎ করতে এবং ফিনল্যান্ডের নেটোতে যোগদানের প্রশংসা করতে হেলসিঙ্কিতে রয়েছেন।

বাইডেনের সময়সূচীতে বৃহত্তর সমাবেশের আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সাথে পৃথক একটি বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসডোতির আলোচনায় উপস্থিত থাকবেন।

যুক্তরাষ্ট্র-নর্ডিক শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা সহযোগিতা এবং উদীয়মান প্রযুক্তির আলোচনা অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ড এবং সুইডেন নেটোর সদস্যপদ চেয়েছিল।

জোটটি এপ্রিলে ফিনল্যান্ডকে অনুমোদন দিয়েছিল, কিন্তু আঙ্কারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এমন গোষ্ঠীগুলোর প্রতি সুইডেন নমনীয়- তুরস্কের এমন অভিযোগের ফলে সুইডেনের আবেদন তুরস্ক আটকে দিয়েছিল।

একাধিক দফার আলোচনার পর এবং সন্ত্রাসবাদবিরোধী নতুন আইন অন্তর্ভুক্ত করে সুইডেনের আইন সংস্কারের পর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ান এই সপ্তাহে বলেন, তিনি সুইডেনের ব্যাপারে তার বিরোধিতা পরিত্যাগ করবেন এবং তুরস্কের আইন প্রণেতাদের নেটোতে যোগদানের ব্যাপারে সুইডেনকে অনুমোদন দেয়ার সুপারিশ করবেন।

বৃহস্পতিবারের আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য সবাই নেটো সদস্য।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।