ইউক্রেন শস্য চুক্তি মুলতবি করেছে রাশিয়া

টি কে ম্যাজেস্টিক জাহাজ জাতিসংঘের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের অধীনে শস্য বহন করছে। ইস্তাম্বুল, ১৫ জুলাই, ২০২৩। ফাইল ছবি।

সোমবার রাশিয়া বলেছে, তারা প্রায় এক বছর ধরে কার্যকর থাকা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে। এই চুক্তি কৃষ্ণ সাগরের তিনটি ইউক্রেনীয় বন্দর থেকে শস্য রপ্তানির সুযোগ দেয়।

ইউক্রেনে যুদ্ধের কারণে অবরুদ্ধ রপ্তানিকে সহজতর করার জন্য বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রেক্ষাপটে জাতিসংঘ এবং তুরস্ক ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মধ্যস্থতা করে।

সোমবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রাশিয়া বলেছিল, তারা উদ্যোগের অধীনে যথেষ্ট সুবিধা পাচ্ছে না।

জাতিসংঘ বলেছে, ২০২২ সালের আগস্টে রপ্তানি শুরু হওয়ার পর থেকে ৪৫টি দেশে ৩২ দশমিক ৯ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, চুক্তিটি নবায়ন না করলে খাদ্যের দাম বেড়ে যাবে।

চুক্তির অধীনে শেষ জাহাজটি রবিবার ইউক্রেনের বন্দর ছেড়েছে।

রাশিয়া বলেছে, ক্রাইমিয়া উপদ্বীপের সাথে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের সংযোগকারী একটি সেতুতে সোমবার ইউক্রেনের হামলায় এক বেসামরিক দম্পতি এবং তাদের সন্তান নিহত হয়েছে। সেতুর সজ্জা এবং যান চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেতুটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে তাদের বাহিনীকে সরবরাহের একটি মূল সংযোগ হিসেবে কাজ করে।

সোমবার ইউক্রেনের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, দেশটির সেনাবাহিনী গত সপ্তাহে ১৮ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে এবং গত মাসে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার বাহিনীর কাছ থেকে ২১০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে।

দক্ষিণ ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, ইউক্রেনের যোদ্ধারা ১১ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। তারা বারডিয়ানস্ক এবং মেলিটোপোল শহরের দিকে অগ্রসর হয়েছে।

মার্গারিট বাশীর এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।