ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসভাবে পোষাক বিধি প্রয়োগের অভিযোগ পর্যটকদের

তেহরানে হিজাব নজরদারি বাস্তবায়নে ইরানের পুলিশ একটি রাস্তায় টহল দিচ্ছে, ১৫ এপ্রিল, ২০২৩ ।

ইরানের একটি মনোরম রিসোর্ট এলাকায় পর্যটকরা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারধর ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ইউনিফর্ম পরিহিত একদল নিরাপত্তা কর্মকর্তা ওপার্ট গ্রীষ্মকালীন রিসোর্টে পর্যটকদের ওপর হামলা চালায়।

এক প্রত্যক্ষদর্শী ভয়েস অব আমেরিকাকে বলেন, রিসোর্টে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর আইআরজিসি চিহ্ন সম্বলিত দুটি গাড়ি এগিয়ে যায় এবং সেখানে থাকা নারীদের হিজাব ড্রেস কোড মেনে চলার নির্দেশ দেয়।

কিছুক্ষণ পর তারা এলাকা ছেড়ে চলে যায়। তবে সূত্রটি জানিয়েছে, কর্মকর্তারা গভীর রাতে ফিরে আসেন এবং পর্যটকদের "মারধর এবং কাঁদানে গ্যাস" প্রয়োগ করেন।

দেশব্যাপী বিক্ষোভ এবং নারীদের বাধ্যতামূলক হিজাব আইন অমান্য করার মধ্যে, ইসলামী প্রজাতন্ত্রটি বাধ্যতামূলক হিজাব পরিধান কার্যকর করার জন্য সমাজ জুড়ে চাপ এবং সহিংসতা চালাচ্ছে।