পাকিস্তানে আফগান শরণার্থীরা তাদের শরণার্থী কার্ডের মেয়াদ শেষ হওয়ায় উদ্বিগ্ন

পাকিস্তানে বসবাসকারী আফগান নারী শরণার্থীরা ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পাকিস্তনের পেশোয়ারের একটি কার্যালয়ে নিবন্ধিত হওয়ার জন্য অপেক্ষা করছেন। ফাইল ছবি।

পাকিস্তানে বসবাসকারী ১০ লাখের বেশি আফগান শরণার্থীর রেসিডেন্সি কার্ডের মেয়াদ বৃদ্ধি করা হয়নি, যার ফলে অভিবাসীদের মধ্যে তাদের উদ্বাস্তু অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রায় ১৩ লাখ নিবন্ধিত আফগান শরণার্থীর নিবন্ধনের প্রমাণপত্রের মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন শেষ হয়েছে। পাকিস্তান সরকার এখনো সেগুলোর মেয়াদ বাড়াতে পারেনি।

পাকিস্তানের আফগান শরনার্থীরা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তারা পাকিস্তানের অভ্যন্তরে চলাচলে নিষেধাজ্ঞা এবং কর্মসংস্থান হ্রাসসহ অনেক বাধার সম্মুখীন হচ্ছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলার একজন আফগান শরণার্থী আহমেদ শাহ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, কার্ডগুলোর মেয়াদ বৃদ্ধি করতে ব্যর্থ হলে শরণার্থীরা পুলিশি নির্যাতনের শিকার হবে।

কার্ডগুলো একটি পরিচয় নথি হিসেবে কাজ করে যার মাধ্যমে আফগান শরনার্থীরা বৈধভাবে পাকিস্তানে থাকতে পারে এবং দেশের মধ্যে ভ্রমণ করতে পারে। এটি দেশের বাইরে ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে না।

প্রুফ অফ রেজিস্ট্রেশন কার্ড ২০০৬ সালে পাকিস্তানে আফগান শরণার্থীদের জন্য জারি করা হয়েছিল এবং ২০২১ সালে শেষবার দুই বছরের জন্য এটির মেয়াদ বাড়ানো হয়েছিল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বলেছেন, পাকিস্তানে বসবাসকারী ৩৭ লাখ আফগানের মধ্যে ১৩ লাখের বেশি আফগান নিবন্ধিত।

পাকিস্তানে ইউএনএইচসিআর-এর মুখপাত্র কায়সার খান আফ্রিদি ভয়েস অফ আমেরিকাকে বলেন, জাতিসংঘ পাকিস্তানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে।

আফগান শরণার্থীদের জন্য পাকিস্তানে কমিশনার আব্বাস খান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, কার্ডগুলোর মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

তিনি বলেন, “কার্ডের মেয়াদ দুই বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। অন্যথায় সংশ্লিষ্ট সংস্থা একটি পাঠাবে যাতে আফগানদের জন্য কোনো সমস্যা না হয়।”

ভয়েস অফ আমেরিকা আফগান বিভাগের রোশান নুজারি এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। প্রতিবেদনটি ভয়েস অফ আমেরিকা আফগান বিভাগ থেকে নেয়া হয়েছে।