যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওয়াশিংটনের আদালতে চারটি ফেডারেল অভিযোগে নিজেকে নির্দোষ বলেছেন। মূল অভিযোগটি হচ্ছে তিনি আরও চার বছর ওয়ািইট হাউজের ক্ষমতায় থাকার জন্য ২০২০ সালের নির্বাচনের ফলাফলে নিজের পরাজয়কে উল্টে দেবার চেষ্টা করেছেন।
ট্রাম্প একাধিক অভিযোগের সম্মুখীন তাঁর সব অপরাধ অস্বীকার করেন। এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট থাকার পর ভোটদাতারা তাঁকে আড়াই বছর আগে ক্ষমতা থেকে উত্খাতের পর তিনি যুক্তরাষ্ট্রের রাজধানীতে এক বিরল সফরে এসে নিজের সব ভুল কাজ অস্বীকার করেন।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের আদালত ভবনে তিনি আধ ঘন্টা ধরে হাজির ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচার মোক্সিলা উপাধ্যায়ের প্রথাগত প্রশ্নের উত্তর দেন। তিনি জানান তাঁর পুরো নাম হচ্ছে ডনাল্ড জন ট্রাম্প , তাঁর বয়স ৭৭ বছর এবং প্রত্য় প্রকাশ করেন যে তিনি কোন মাদক দ্রব্য দ্বারা প্রভাবিত নন।
উপাধ্যায় ট্রাম্পকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান । এই অভিযোগ হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নির্বাচনে তাঁর পরাজয়কে নাকচ করে তিনি বস্তুত যুক্তরাষ্ট্রে বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। উপাধ্যায় বলেন ট্রাম্প িএই সব অভিযোগে শাস্তি পেলে তাঁকে দীর্ঘদিনের জন্য কারাদন্ড ভোগ করতে হবে।
তাঁর স্বভাবসুলভ গাঢ় নীল রঙ্গের স্যুট এবং লাল টাই পরা ট্রাম্প বিচারককে বলেন তিনি ৪৫ পাতার এই অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করছেন। বিচার বিভাগের বিশেষ কাউনসেল জ্যাক স্মিথের কথা মতো তাঁকে মঙ্গলবার অভিযোগপত্রটি দেওয়া হয়।
আদালত কক্ষে ট্রাম্প থেকে অল্প দূরেই স্মিথ বসেছিলেন কিন্তু এই দুই প্রতিপক্ষকে নিজেদের মধ্যে কোন কথাবার্তা বলতে দেখা যায়নি। ট্রাম্প বিবাদির টেবিলে বসে বিচারকের কথা শুনছিলেন, কখনও সামনের দিকে ঝুঁকছিলেন এবং নিজের হাত জোরে চেপে ধরেছিলেন।
উপাধ্যায় পরবর্তী শুনানির দিন হবে ২৮শে আগস্ট বলে জানিয়েছেন এবং সেদিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক জজ তানিয়া চুটকান শুনানি পরিচালনা করবেন। উপাধ্যায় বলেন যে সেই প্রথম শুনানিতে ট্রাম্প যদি হাজির হতে না চান, চুটকান তাঁকে অব্যাহতি দিতে রাজি আছেন।