থাইল্যান্ডে জোট সরকার গঠনের নতুন প্রচেষ্টা

থাইল্যান্ডের ব্যাংককে ফিউ থাই ও ভুমজাইথাই পার্টির মধ্যে জোট গঠনের বিষয়ে সংবাদ সম্মেলনের পর হাত মেলাচ্ছেন ভুমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল (২-এল) এবং ফেউ থাই পার্টির নেতা চোনলানন শ্রীকাও (২-আর)। (৭ আগস্ট, ২০২৩) .

থাইল্যান্ডের ফেউ থাই পার্টি বুধবার ঘোষণা করেছে, সরকার গঠনের প্রচেষ্টায় তারা আরও ছয়টি দলের সমর্থন পেয়েছে, যা এখনও প্রয়োজনীয় সমর্থনের চেয়ে কম। দেশটি নির্বাচনের প্রায় তিন মাস পরেও রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছে।

থাইল্যান্ড ১৪২ দিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রয়েছে। রাজকীয় সামরিক বাহিনীর সাথে জোটবদ্ধ রক্ষণশীল আইনপ্রণেতারা নির্বাচনে বিজয়ী মুভ ফরওয়ার্ডকে সরকার গঠনে বাধা দিলে দেশটি দীর্ঘ অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে।

২০০৬ ও ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত রাজনৈতিক হেভিওয়েট দল ফেউ থাই গত সপ্তাহে মুভ ফরওয়ার্ডের পক্ষে সমর্থন প্রত্যাহার করে নিলেও পার্লামেন্টের সমর্থন পাওয়ার জন্য তাদের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে বিশেষত পার্লামেন্টে সামরিক কমান্ডের গুরুত্বপূর্ণ প্রভাব থাকার কারণে।

এক সংবাদ সম্মেলনে ফেউ থাই নেতা চোনলানান শ্রীকাও বলেন, "ফিউ থাই রাজনৈতিক দলবিভাজন হ্রাস এবং পার্লামেন্টের সকল সদস্য, রাজনৈতিক দল ও সিনেটরদের কাছ থেকে সমর্থন পাওয়ার আশা করছে।”

বিলিয়নিয়ার শিনাওয়াত্রা পরিবারের প্রতিষ্ঠিত ফেউ থাইয়ের আরও সাতটি দলের সমর্থন রয়েছে, তবে তারা উচ্চকক্ষ সিনেটে জিততে পারবে কিনা তা স্পষ্ট নয়। উচ্চ কক্ষ সিনেট সেনাবাহিনী নিযোগ করে এবং তারাই দলটির আগের সরকারকে দায়িত্ব ছাড়তে বাধ্য করেছিল।

ফেউ থাই মুভ ফরওয়ার্ড ত্যাগ করলেও তারা এ মাসের শেষের দিকে প্রত্যাশিত প্রধানমন্ত্রী নির্বাচনে তাদের ১৫০ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ার আশা করছে।