বেলগোরদে ইউক্রেনের ড্রোন ভূপাতিত, বলছে রাশিয়া

ডনেৎস্ক অঞ্চলে বাখমুতের কাছে রাশিয়ার অবস্থানের দিকে ইউক্রেনের সৈন্যরা মর্টার নিক্ষেপ করেছে। ( ১২ আগস্ট, ২০২৩)

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া, বলেছে রুশ বার্তা সংস্থা তাস। এতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রবিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইয়েভগেনি প্রিগোজিনের মালিকানাধীন ভাগনার গ্রুপকে রাশিয়া আর অর্থায়ন করছে না বলে “বাস্তব সম্ভাবনা” রয়েছে।

মন্ত্রক বলছে, ভাগনার গ্রুপ বেলারুশের কাছে অর্থায়ন চাইতে পারে, কিন্তু ভাড়াটে সেনাদের এই সংগঠনের "সুবিশাল ব্যাপ্তি বেলারুশের সম্পদের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে পারে, যা সব মহল ভালো ভাবে নেবে না।"

শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তারা ক্রাইমিয়া সেতুতে ইউক্রেনের রকেট হামলা ব্যর্থ করে দিয়েছে। একে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করে তারা এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

ইউক্রেনীয় বাহিনী শনিবার ক্রাইমিয়া উপদ্বীপের ক্রাইমিয়া সেতু এবং আরও কয়েকটি লক্ষ্যবস্তুতে এস-২০০ রকেট ও ড্রোন হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়ার সাথে সংযুক্তকারী ক্রাইমিয়ার ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ইউক্রেনীয় বাহিনীর বারংবার আক্রমণের শিকার হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স, এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।