ভারতের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, গত দুই দিনে হিমালয়ে ভারী বৃষ্টির ফলে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে।
মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধস হয়। এই ধসে হিমাচল প্রদেশ রাজ্যে ভক্ত-উপাসকে ঠাসা একটি মন্দিরসহ বাড়িঘর মাটিতে মিশে গেছে।
বহু জায়গায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু বাসিন্দাকে এই এলাকা থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আগে ট্যুইটার নামে পরিচিত বার্তাবাহী প্ল্যাটফর্ম এক্স-এ এই রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং লেখেন,”গত ৪৮ ঘন্টা ধরে লাগাতার বৃষ্টি হিমাচল প্রদেশে আবার মর্মান্তিক বিপর্যয় ডেকে এনেছে।”