অতর্কিত হামলায় নিজারে ১৭ সেনা নিহত

নিজারের মানচিত্র

নিজারের প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার রাতে জানায়, দেশটির পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় নিজারের ১৭ জন সৈন্য নিহত হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, মালি ও বুরকিনা ফাসোর সঙ্গে নিজারের সীমান্তে অবস্থিত কুতুগু শহরের কাছে তাদের বাহিনীর ওপর হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় আরও ২০ জন সৈন্য আহত হয়েছে । হতাহতদের সবাইকে নিয়ামিতে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রক আরও জানায় , নিজারের সৈন্যরা শতাধিক জঙ্গিকে হত্যা করেছে।

নিজারে সামরিক অভ্যুত্থানের তিন সপ্তাহ পর এই ঘটনা ঘটে। নেতারা বলেছেন, জিহাদি সহিংসতা নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের পদক্ষেপের অভাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।