ইউক্রেনে রাতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আভদিভকায় যুদ্ধের সময় এক ইউক্রেনীয় সৈন্য গুলি করছে। ১৮ আগস্ট, ২০২৩।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার সুইডেন সফর করবেন, যেখানে তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজা ষোড়শ কার্ল গুস্তাফ এবং রানী সিলভিয়ার সঙ্গে বৈঠক করবেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটাই তার প্রথম সুইডেন সফর।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র ও অন্যান্য সমর্থন দিয়ে ইউক্রেনকে সমর্থন করতে সুইডেন তার দীর্ঘদিনের সামরিক জোটনিরপেক্ষ নীতিতে পরিবর্তন এনেছে। সম্প্রতি সুইডেন নেটোর সদস্যপদের জন্য আবেদন করেছে এবং জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ।

শনিবার ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সদর দপ্তর রোস্তোভ অন ডন পরিদর্শন করেছেন। রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের কাছ থেকে রুশ নেতা এই অভিযান সম্পর্কে তথ্য উপাত্ত পেয়েছেন বলে জানা গেছে। ভ্যালেরি ইউক্রেনে রাশিয়ার অভিযানের তদারকি করছেন।

ইউক্রেনের বিমান বাহিনী শনিবার জানিয়েছে, ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১৭টি চালকবিহীন যানবাহন ইউক্রেনের উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা ইরানের তৈরি ১৭টি শাহেদ ড্রোনের মধ্যে ১৫টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বাকি দুটির কোন তথ্য নেই তাদের কাছে।

এদিকে যুক্তরাষ্ট্র , মিত্র ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার এই ঘটনাকে " যুক্তরাষ্ট্রে আমাদের বন্ধুদের কাছ থেকে দুর্দান্ত খবর" বলে অভিহিত করেছেন।

যদিও জেটগুলো কখন তারা হাতে পাবে সেটা তাত্ক্ষণিক ভাবে জানা যায়নি। তাছাড়া এগুলো চালানোর জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, যুদ্ধবিমানের শীঘ্রই যুদ্ধের গতিপথকে প্রভাবিত করার সম্ভাবনা নেই।

বিমান বাহিনীর জেনারেল জেমস হেকার শুক্রবার ডিফেন্স রাইটার্স গ্রুপের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে সংবাদদাতাদের কাছে , ইউক্রেন বা রাশিয়ার পক্ষে আকাশে ক্ষমতা দখলের সম্ভাবনা নাকচ করে দেন।

জাতিসংঘের সংবাদদাতা মার্গারেট বেশির এবং ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেলডিন এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এপি, এএফপি এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের কিছু তথ্য নেয়া হয়েছে ।