জোহানেসবার্গে অগ্নিকাণ্ডে ৭০ জনের বেশি নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আগুনে পুড়ে যাওয়া একটি ভবনের কাছে লোকজন জড়ো হচ্ছে। ৩১ আগস্ট, ২০২৩। (সিটি অফ জোবার্গ ইএমএস/হ্যান্ডআউট রয়টার্সের মাধ্যমে)

দক্ষিণ আফ্রিকার মধ্য জোহানেসবার্গে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৭৩ জনের প্রাণহানি এবং ৫২ জন আহত হয়েছে।

জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি এক্স-এ মৃতের সংখ্যা প্রকাশ করেছেন। টুইটারের বর্তমান নাম এক্স। তিনি বলেছেন, অনুসন্ধান এবং পুনরুদ্ধারের প্রচেষ্টা চলমান রয়েছে।

একটি পাঁচতলা ভবনে ভোরের আগে আগুন লেগে যায়। মুলাউদজি বলেন, গৃহহীন মানুষেরা এটিকে অনানুষ্ঠানিক বসতি হিসেবে ব্যবহার করতো।

আগুনের কারণ এখনো তদন্তাধীন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।