জর্জিয়া নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমান বন্দরে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংবাদদাতাদের সঙ্গে কথা বলছেন। আগস্ট ২৪,২০২৩

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেকে এই অভিযোগে নির্দোষ দাবি করেছেন যে ২০২০ সালের জর্জিয়া রাজ্যে নির্বাচনের ফলাফল তিনি অবৈধ ভাবে পাল্টে দেয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঐ মামলায় আগামি সপ্তাহে নির্ধারিত হাজির হ্ওয়ার বিষয়টিও স্থগিত করেন।

তার মানে হচ্ছে নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ১৯ জন বিবাদির একজন হচ্ছেন ট্রাম্পকে আটলান্টায় ফুল্টন কাউন্টির সুপেরিয়র কোর্টের বিচারক স্কট ম্যাকআফি সামনে আগামি দিনগুলোতে হাজিরা দিতে হবে না । এই মামলার বিচারে কোন দিন এখনও নির্ধারণ করা হয়নি।

ট্রাম্পের সঙ্গে বিবাদি পক্ষের অন্যরাও নিজেদের নির্দোষ দাবি করে আনুষ্ঠানিক ভাবে আদালতে হাজির হওয়ার বিষয়টি স্থগিত করেছেন।

গত সপ্তাহে ট্রাম্প নিউ জার্সির গল্ফ খেলার অবকাশ কেন্দ্র থেকে ফুল্টন কাউন্টির কারাাগারে আত্মসমর্পণ ও গ্রেপ্তার হতে যান এবং তার বিরুদ্ধে ১৩ টি অভিযোগে তার আঙ্গুলের ছাপ দেন। তিনিই হচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্টদের মধ্যে এক মাত্র ব্যক্তি যা ‘ মাগ শট’ নেয়া হয়।

ট্রাম্প হচ্ছেন ২০২৪ সালে রিপাপলিকান পার্টির শীর্ষ প্রেসিডেন্ট পদপ্রার্থী ।