অগ্রসর হচ্ছে টাইফুন সাওলা, সরানো হয়েছে চীনের গুয়াংডং প্রদেশের ৪ লাখ ৬০ হাজার অধিবাসীকে

চীনের হংকং-এ সুপার টাইফুন সাওলা’র প্রভাব, একটি ভাঙা ছাতা ধরে আছেন এক নারী; ১ সেপ্টেম্বর ২০২৩।

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন সাওলা।টাইফুনের প্রভাবে, শুক্রবার দিনের শেষে ভূমিধ্বস হওয়ার আশঙ্কা দেখা দেয়ায়, দক্ষিণ গুয়াংডং প্রদেশের ৪ লাখ ৬০ হাজারের বেশি অধিবাসীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে সেই অঞ্চলের কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, শেনজেন এবং হংকং-এ স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং পুঁজি বাজার বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছেন, বাতাসের গতিবেগ ঘন্টায় ২৪০ কিলোমিটার থেকে ২২০ কিলোমিটারে নেমে আসায়, সাওলা সুপার টাইফুন-এর অবস্থান থেকে কম শক্তির টাইফুনে নেমে এসেছে। তবে, এটি ক্যাটাগরি-৪ হারিকেনের শক্তি নিয়ে এগিয়ে আসছে। প্রবল ঝড় ও উচ্চ জোয়ারের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে, বিদ্যুৎ বিভ্রাট, প্রবল বাতাসে সরাসরি ক্ষতি এবং উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে।

চীনের কর্মকর্তারা বলেছেন, ঝড়টি এই প্রদেশে আঘাত করা, সবচেয়ে শক্তিশালী পাঁচটি ঝড়ের মধ্যে একটি হতে পারে। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গুয়াংডং প্রদেশের প্রায় ৮৫ হাজার মাছ ধরার জাহাজ বন্দরে ফিরে গেছে। আর, ৮২টি উপকূলীয় রিসোর্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

ঝড়ের আগে, হংকং-এ শতাধিক ফ্লাইট বাতিল করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সিনহুয়া জানিয়েছে, জিয়াং চাওশান আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার ৬০টি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, প্রদেশের আরেকটি বিমানবন্দর হুইঝো পিংটান শুক্রবার ২১টি ফ্লাইট বাতিল করার পরিকল্পনা করে।

শুক্রবার ভোরে হংকং অবজারভেটরি ৮ নম্বর বিপদ সংকেত দেখিয়েছে। শহরের আবহাওয়া সতর্কতা ব্যবস্থায় এটি তৃতীয় সর্বোচ্চ সতর্কতা। অবজারভেটরির তথ্য অনুসারে, সাওলা শুক্রবার দিন শেষে হংকং-এর ৫০ কিলোমিটারের মধ্য দিয়ে এ অঞ্চল অতিক্রম করবে, প্রবল বৃষ্টিপাত ঘটাবে এবং শনিবার ভোরে গুয়াংডং প্রদেশে আঘাত হানবে।

শনিবার থেকে রবিবার পর্যন্ত উপকূল বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হওয়ায় মধ্য দিয়ে, ঝড়টি দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।