রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের ক্রাইভি রিহ শহরে আঘাত হানে। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও ১২ জনের মতো মানুষ আহত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো একথা জানান। ক্রাইভি রিহ হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির শহর।
এদিকে সামরিক কর্মকর্তাদের মতে, শুক্রবার ভোরে ইউক্রেনের বিমান বাহিনী দেশটির ওডেসা অঞ্চলে রাশিয়া থেকে নিক্ষেপ করা ইরানের তৈরি ২০টি শাহেদ ড্রোনের মধ্যে ১৬টি-কে গুলি করে ভূপাতিত করেছে।
জেলেন্সকির সাম্প্রতিক প্রশংসা সত্ত্বেও ইউক্রেনের পাল্টা আক্রমণ যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তাদের ভবিষ্যদ্বাণীর চেয়ে ধীরে আগাচ্ছে। এর মানে ইউক্রেনকে আরও সহায়তার জন্য কংগ্রেসের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বসাম্প্রতিক অনুরোধ রিপাবলিকান পার্টির কিছু সদস্যের ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হচ্ছে।
আগস্টে বাইডেন কংগ্রেসকে ইউক্রেন এবং অন্যান্য আন্তর্জাতিক প্রয়োজনের জন্য ২৪০০ কোটি ডলার এবং দুর্যোগ ত্রাণের জন্য ১৬০০ কোটি ডলারসহ অতিরিক্ত ব্যয়ের জন্য ৪ হাজার কোটি ডলার অনুমোদন করতে বলেছেন।
যদিও বাইডেন ইউক্রেনের জন্য অতিরিক্ত সহায়তা নিশ্চিত করতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, কিন্তু ইউক্রেনের বাহিনী রাশিয়ার ওপর তাদের আক্রমণ অব্যাহত রেখেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা রোস্তভ অঞ্চলে দুটি, পাশাপাশি ব্রানস্কে একটি এবং মস্কোর উপকণ্ঠে আরেকটি ড্রোন ধ্বংস করেছে।
নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ধীরে ধীরে তাদের অঞ্চল পুনরুদ্ধার করছে এবং তাদের পাল্টা আক্রমণ রাশিয়ার প্রতিরক্ষা ভাঙছে।।
নেটো প্রধান আরও বলেন, তিনি আশা করেন তুরস্কের সংসদে অক্টোবরে যখন আইনপ্রণেতারা আবার মিলিত হবেন তখন “যত দ্রুত সম্ভব” জোটে সুইডেনের যোগদান সংসদ অনুমোদন করবে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।