উত্তর কোরিয়ার কিম অচিরেই রাশিয়া সফর করবেনঃ ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার ভ্লাদিভোস্টকে বৈঠকে করমর্দন করছেন ২৫ এপ্রিল, ২০১৯। ফাইল ছবি।

সোমবার ক্রেমলিন জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অচিরেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফর করবেন।

রাশিয়া বিশদ বিবরণ দেয়নি, তবে সোমবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, কিমকে বহনকারী একটি বিশেষ ট্রেন পিয়ংইয়ং ছেড়ে গেছে এবং মঙ্গলবার প্রথম দিকে পুতিনের সাথে একটি বৈঠক হতে পারে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা গত সপ্তাহে বলেছিলেন, এই মাসে কিম-পুতিন বৈঠক হওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, উত্তর কোরিয়া ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার বাহিনীর জন্য সামরিক সহায়তা দেয়ার জন্য বিবেচনা করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।