ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের এক কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, লিবিয়ার পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে।
আইএফআরসি'র লিবিয়া প্রতিনিধি দলের প্রধান তামার রামাদান বলেন, “মৃতের সংখ্যা বেশ বড়”। তিনি আরও বলেন, সংস্থাটি স্বাধীন সূত্র থেকে নিশ্চিত করেছে, প্রায় ১০,০০০ লোক নিখোঁজ রয়েছে।
লিবিয়ার পূর্বাঞ্চলের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, ডের্না শহরে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে প্রবল বৃষ্টিপাত এবং বন্যায় এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। অই অঞ্চলের বাঁধগুলি ভেঙ্গে গিয়ে পুরো এলাকা তলিয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায়, ডের্নার পাশাপাশি বেনগাজি, সোসে, আল বায়দা ও আল-মারজের রাস্তাগুলো উত্তাল নদীতে পরিণত হয়েছে।
এপি, এএফপি এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য নেয়া হয়েছে।