আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বুধবার জানিয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের সংস্থা জানিয়েছে, বাস্তুচ্যুতদের মধ্যে অন্তত ৩০ হাজার মানুষ ডের্না শহরের এবং বাকি হাজার হাজার মানুষ বেনগাজিসহ অন্যান্য এলাকার বাসিন্দা।
৫,০০০ এর বেশি লোক মারা গেছে বলে মনে করা হচ্ছে। কিছু কর্মকর্তা বলছেন, এ সংখ্যা দ্বিগুণ হতে পারে।
যদিও প্রতিদ্বন্দ্বী সরকারগুলি এক দশক ধরে দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতা করছে, এমতাবস্থায় সেখানে এর সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা কঠিন।
লিবিয়ার পূর্বাঞ্চলের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিচেম আবু চকিউয়াত রয়টার্সকে বলেন, ডের্নায় ৫ হাজার ৩০০-র বেশি মরদেহ গণনা করা হয়েছে। ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে ভারী বৃষ্টিপাত এবং দুটি বাঁধ ভেঙে পড়ার পরে শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ডের্নার একজন মেডিকেল শিক্ষার্থী ফাতমা বালহা ভয়েস অফ আমেরিকা আফ্রিকার হাসুনা বাইশুকে বলেন, ডেরনা কেন্দ্রের বড় ধরনের ক্ষতি হয়েছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ বুধবার বলেছে, ডের্নার পরিস্থিতি খুবই খারাপ এবং সেখানে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
আইএফআরসির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কার্যালয়ের যোগাযোগ বিভাগের প্রধান মে আল সায়েগ এক ব্রিফিংয়ে বলেন, ডের্নায় বিশুদ্ধ পানীয় জল এবং চিকিৎসা সরঞ্জাম নেই। শহরের একমাত্র হাসপাতালটি আর রোগী নিতে সক্ষম না।
হাসুনা বাইশু এবং জেমস বাটি এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এপি এবং রয়টার্স থেকে কিছু তথ্য নেয়া হয়েছে।