শ্রীলঙ্কাতে প্রস্তাবিত সত্য ও সমন্বয় কমিশন প্রত্যাখ্যান করেছে মানবাধিকার কর্মীরা

ফাইল ছবি- কলম্বোতে বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে শ্রীলংকা সরকারের মানবাধিকার লংঘনের কথা উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ সরকারের প্রস্তাবিত সত্য ও সমন্বয় কমিশনের পরিকল্পনা নাকচ করে দিয়েছে।

"আমরা কথা বললে তারা আমাদের গ্রেপ্তার করেঃ শ্রীলঙ্কার প্রস্তাবিত সত্য ও সমন্বয় কমিশন" এই শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে। জুনে শ্রীলঙ্কায় "জোরপূর্বক গুম”, অন্যান্য নির্যাতনের শিকার, মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের মধ্যে ৮০টির বেশি সাক্ষাৎকারের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ ( এইচ আর ডব্লিউ) এক বিব্তিতে বলেছে, ভুক্তভোগী, তাদের পরিবার এবং মানবাধিকার কর্মীরা সরকারের এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। কারণ “সরকার তাদের সাথে কোন পরামর্শ করেনি। উপরন্তু তারা পূর্বের কমিশনগুলোর প্রমাণ হিসেবে সংগৃহীত তথ্য উপাত্ত উপেক্ষা করেছে।”

তাছাড়াও এই উদ্যোগটি ভুক্তভোগী এবং তাদের পরিবারবর্গকে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন আর আরও মানসিক আঘাতের সম্মুখীন করতে পারে বলে এইচ আর ডব্লিউ মনে করে।