জাতিসংঘে বাইডেনের ভাষণ:বৈশ্বিক চ্যালেঞ্জে গুরুত্ব আরোপের পাশাপাশি ইউক্রেনের প্রতি সমর্থনের আহ্ববান

নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন; ১৯ সেপ্টেম্বর ২০২৩।

প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে ভাষণ দিয়েছেন। তার বক্তব্যে এমন নিদর্শন রয়েছে যে যুক্তরাষ্ট্র দক্ষিণ বিশ্বের কথায় মনোযোগ দিচ্ছে। এসময়, তিনি অসংখ্য উদ্বেগের কথা তুলে ধরেন এবং ইক্রেনের প্রতি সমর্থনের আহবান জানান।

বাইডেন তার ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে বৈশ্বিক দারিদ্র হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্যসেবারর অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তিনি এসব বিষয়ে আরো অগ্রগতির এবং সংস্কারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন।

বাইডেন তার ভাষণে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে জাতিসংঘের সনদের মূলনীতির লঙ্ঘন হিসেবে সমালোচনা করেন। বলেন, জাতিসংঘের সনদের মূলনীতিতে অন্য দেশের ভূখণ্ড জোর করে দখল করাকে পরিষ্কার ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে বাইডেন জলবায়ু সংকট, বৈশ্বিক উন্নয়ন-চাহিদা, হাইতির সংঘাত, ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির সম্ভাবনা নিয়ে কথা বলেন। এ ছাড়া তিনি, চীনের সাথে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতার বিষয়ে শান্ত কিন্তু সমঝোতামূলক কণ্ঠে আলোচনা করেন।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে, গত বছর জাতিসংঘের ১৪০টির বেশি সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছিলো।

কিন্তু এই দীর্ঘস্থায়ী সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি এবং খাদ্যমূল্যের ওপর অব্যাহত প্রভাব ফেলতে থাকে। আর এ কারণে, দক্ষিণী বিশ্ব বলে পরিচিত, নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলো, মস্কো এবং কিয়েভের মধ্যে দ্রুত শান্তি আলোচনার জন্য লাগাতার আহ্বান জানাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার বিষয়গুলো উপস্থাপনের জন্য মঙ্গলবার দিনের শেষ দিকে সাধারণ পরিষদে সরাসরি বক্তব্য রাখার সুযোগ পাবেন। রাশিয়ার আগ্রাসনের পর, এই বৈশ্বিক সংস্থার সামনে এটি হবে তার প্রথম ব্যক্তিগত উপস্থিতি।

আনিটা পাওয়েল এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।