ইসরাইলি সৈন্যরা অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে বুধবার জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।
জেরিকো শহরের নিকটবর্তী আকাবাত জাবর শরণার্থী শিবিরে এ অভিযান চালানো হয়।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, কিছু ফিলিস্তিনি ব্যক্তি সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করলে সৈন্যরা গুলি ছোঁড়ে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার থেকে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এখন পর্যন্ত ছয়ে দাঁড়িয়েছে।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।