আফগান-ভিত্তিক পাকিস্তানি জঙ্গিদের তৎপরতা ‘প্রতিরোধ’করার অঙ্গীকার করেছে তালিবান

ইসলামাবাদে বক্তব্য দিচ্ছেন আফগানিস্তানের তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী; (ফাইল ফটো, ভিওএ) ৮ মে ২০২৩।

আফগানিস্তানের তালিবান, প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী জঙ্গিদের তৎপরতা ‘বন্ধ করতে’ ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার বিভিন্ন কূটনৈতিক সূত্র ভয়েস অফ আমেরিকাকে একথা জানিয়েছে।

বৃহস্পতিবার কাবুলে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী একটি দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করেন। সেখানে তিনি উচ্চ-পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দলকে এই নিশ্চিয়তা দেন। আলোচনা সংশ্লিষ্ট গোপন সূত্র একথা জানিয়েছে।

আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি আসিফ দুররানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং অন্য কর্মকর্তারা এই প্রতিনিধি দলে রয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রাণঘাতী হামলার মধ্যে, এই সফর অনুষ্ঠিত হয়।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি বেশিরভাগ সহিংসতার দায় স্বীকার করেছে। ইসলামাবাদ মনে করে, আফগানিস্তানে আশ্রয় নেয়া টিটিপি নেতা এবং যোদ্ধারা এসব আন্তসীমান্ত হামলা চালাচ্ছে। দুই বছর আগে কাবুলে তালিবান ক্ষমতায় আসার পর থেকে এ ধরণের হামলা জোরদার হয়েছে।

গত বছর প্রায় প্রতিদিন টিটিপির হামলা চালিয়েছে। আর, এসব হামলায় শত শত পাকিস্তানি পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছে।

সূত্রগুলো ভয়েস অফ আমেরিকাকে বলেছে, বৃহস্পতিবারের আলোচনার “প্রধান বিষয়বস্তু” ছিলো টিটিপি;গোষ্ঠীটি পাকিস্তানি তালিবান নামেও পরিচিত।

বৈঠকে, সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে,“নিয়মিত পরামর্শ সভা”অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।দুই দেশের মধ্যে ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

তালিবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা অন্য দেশের জন্য হুমকি প্রদান করে এমন কাউকে আফগানিস্তানের মাটি ব্যবহার করার অনুমতি দেয় না ।

যুক্তরাষ্ট্র টিটিপি-কে একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

২০ বছরের আফগান য়ুদ্ধ অবসান করে, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও নেটোর সকল সৈন্য প্রত্যাহার করার একদিন পর,তৎকালীন তালিবান বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে।