মঙ্গলবার ইউক্রেন বলেছে, রুশ বাহিনী রাতভর দেশটিতে আক্রমণ করার জন্য ৩৮টি ড্রোন ব্যবহার করেছে। তারা আরও জানায়, এগুলোর কিছু ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করেছে এবং ড্রোনের আঘাতে ওডেসা অঞ্চলের একটি বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওডেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেন, রাশিয়ার আক্রমণে ইজমাইল এলাকায় বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দানিউব নদীর ওপর ইউক্রেনীয় শস্য রপ্তানির একটি মূল অংশ।
কিপার বলেন, হামলায় দুজন আহত এবং ৩০টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, তারা রাশিয়ার নিক্ষেপ করা ইরানের তৈরি ৩৮টি শাহেদ ড্রোনের মধ্যে ২৬টি ড্রোন ধ্বংস করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে রাতে রাশিয়ার হামলায় অন্তত চারজন আহত হয়েছে।
মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, একটি ইউক্রেনীয় ড্রোন একটি বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরক ফেলেছে, এতে বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোমান স্টারোভরেট টেলিগ্রামে বলেছেন, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।