ইসলামিক স্টেটের সাথে যুক্ত ৪ সদস্য গ্রেপ্তার, দাবি করেছে পাকিস্তান

পেশোয়ারে একটি জঙ্গি আস্তানায় অভিযানের সময় পাকিস্তানি সেনারা একটি আবাসিক ভবন ঘেরাও করে। ১৬ এপ্রিল, ২০১৯। ফাইল ছবি।

মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানের কর্তৃপক্ষ বলেছে, সন্ত্রাসবাদবিরোধী অভিযানে ইসলামিক স্টেটের সাথে যুক্ত চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে ওই এলাকার সন্ত্রাসবাদ দমন বিভাগ।

এটি আটককৃতদের ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে-র সাথে যুক্ত আফগান নাগরিক বলে শনাক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিরা শহরে ধর্মীয় সংখ্যালঘু এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল।

আইএস-কে এই বছরের জানুয়ারিতে পেশোয়ারে একটি সংখ্যালঘু শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে। ওই বোমা হামলায় প্রায় ১০০ জন মুসল্লি নিহত হয়।

মঙ্গলবার সামরিক বাহিনী বলেছিল, তাদের বাহিনী আফগান সীমান্তের কাছে একটি সন্দেহভাজন “সন্ত্রাসী” আস্তানায় অভিযান চালিয়েছে এবং পরবর্তী সংঘর্ষে তিনজন জঙ্গিকে হত্যা করেছে। এর কয়েক ঘণ্টা পরে গ্রেপ্তারের ঘটনাটি ঘটে।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির প্রাক্তন শক্ত ঘাঁটি সীমান্ত জেলা খাইবারে ভোরের পূর্বের অভিযানে নিহতদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ জঙ্গি কমান্ডারও ছিল বলে জানা গেছে।

এই বছর পাকিস্তানে টিটিপি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে কয়েকশো মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। সেনাবাহিনী অন্তত ২২০ জন সৈন্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পাকিস্তান বলেছে, টিটিপি আফগানিস্তানের ঘাঁটিগুলো থেকে কাজ করে এবং দুই বছর আগে প্রতিবেশী দেশটি তালিবান দখল নেয়ায় জঙ্গিদের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তীব্র করতে উৎসাহিত করা হয়েছে। অভিযোগগুলো আফগান কর্তৃপক্ষ অস্বীকার করেছে।