ক্রাইমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, অভিযোগ রাশিয়ার

ফাইল ছবি - ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাখমুতের কাছে শেল ছুঁড়তে দেখছে একজন ইউক্রেনীয় সৈন্য। ( ১৩ আগস্ট, ২০২৩)

গত সপ্তাহে রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ার কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সদর দপ্তরে হামলা চালাতে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে দায়ী করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এক ব্রিফিংয়ে বলেন, “পশ্চিমা গোয়েন্দা সরঞ্জাম, নেটো স্যাটেলাইট সম্পদ এবং গোয়েন্দা বিমান ব্যবহার করে আগে থেকেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে।”

জাখারোভা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ক্ষেপণাস্ত্র হামলার সমন্বয়ে সহায়তা করেছে।

যদিও আগেও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা অংশীদাররা ইউক্রেনকে সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ সরবরাহ করেছে, তবু কর্মকর্তারা রাশিয়ান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সরাসরি ভূমিকা রাখার বিষয়টি অস্বীকার করে আসছেন।

গত মে মাসে, ক্রেমলিনে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ উঠলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি এই দাবিকে “হাস্যকর” বলে আখ্যায়িত করেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক পরিচালিত একটি টেলিভিশন চ্যানেল বুধবার একটি ভিডিও সম্প্রচার করেছে। সেখানে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের নেতা অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভ নৌবহর সফলভাবে কাজ করছে বলতে দেখা যায়।

ক্রাইমিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সোকোলোভ নিহত হয়েছেন, ইউক্রেনের এই দাবির পর টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার টেলিভিশনে সোকোলভের ভিডিও প্রকাশ করা হয়।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।