ফিলিস্তিনিরা গাজায় মানবিক সংকটের মুখোমুখি, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

গাজা উপত্যকার রাফাহ শরণার্থী শিবিরে ইসরাইলের সামরিক হামলার পর একটি বাড়ির ধ্বংসস্তূপের উপর এক ফিলিস্তিনি যুবক বসে আছে। ১৫ অক্টোবর, ২০২৩।

Body:

  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে আলোচনার পর সোমবার ইসরাইলে ফিরবেন।

· জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস হাইফা থেকে সমুদ্রপথে সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করবে।

· যুক্তরাষ্ট্র বলেছে, ৩০ জন আমেরিকান নিহত হয়েছে, ১৩ জন নিখোঁজ।

· ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ১৯৯ জন জিম্মিকে গাজায় নিয়ে যাওয়া হয়েছে। এটি জিম্মিদের পূর্ববর্তী সংখ্যার চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্র বলেছে, গাজা উপত্যকা এবং মিশরের মধ্যকার একটি সীমান্ত ক্রসিং পুনরায় চালু হবে। তবে কবে চালু হবে সে সম্পর্কে তারা কিছু বলেনি। জাতিসংঘ গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে । তারা ইসরাইলের সামরিক অভিযানের আগে ছিটমহলের উত্তর অংশে বসবাসকারী ফিলিস্তিনিদের ওই অঞ্চল ত্যাগ করতে বলেছে।

সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহ এবং বিদেশীদের প্রস্থানের অনুমতি দেয়ার উদ্দেশ্যে যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি।

রবিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান বলেছেন, গাজাকে “শ্বাসরোধ করে মারা হচ্ছে” এবং শীঘ্রই পানি, খাবার ও ওষুধের সরবরাহ শেষ হয়ে যাবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কোনো শর্ত ব্যতিরেকেই অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গাজায় ত্রাণ সরবরাহ এবং কর্মীদের নিরবচ্ছিন্ন প্রবেশের অনুমতি দেয়ার জন্য ইসরাইলকে আহ্বান জানান।

গাজার ত্রাণ সরবরাহের বিষয়ে রাশিয়া এবং ব্রাজিলের জমা দেয়া পৃথক খসড়া রেজুলেশনের ওপর সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হবে।

হামাসের হামলায় ১৩০০ ইসরাইলি ও বিদেশী নাগরিক নিহত হয়েছে। প্রত্যুত্তরে ইসরাইল গাজায় শত শত বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ২,৭৫০ জনকে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।