রাশিয়ার দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধারের অঙ্গীকার করলেন জেলেন্সকি

ফাইল - ভলোদিমির জেলেন্সকি রোগী এবং কর্মীদের দেখতে কিয়েভে একটি হাসপাতালে যান। (১৩ মার্চ, ২০২২)

বর্তমানে রুশ বাহিনীর দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।

জেলেন্সকি তার রাতের ভাষণে বলেন, "ইউক্রেন তার ভূখণ্ড এবং জনগণকে পুনরুদ্ধার করবে। আমরা কাউকে দখলদারদের হাতে ছেড়ে দেব না। দখলদারদের পরাজয়ের মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে আমরা সব ধরনের উপায় কাজে লাগাচ্ছি।"

তিনি আরও বলেন, বিশ্বের অনেক মানুষের বিশ্বাস না হলেও "ইউক্রেন দেখিয়েছে অনেক প্রতিকূলতা সত্ত্বেও এটি বিজয়ী হতে পারে, বিশেষত কৃষ্ণ সাগর অঞ্চলে।"

এদিকে মঙ্গলবার ভোরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কৃষ্ণ সাগরের উত্তরাঞ্চলে ইউক্রেনের তিনটি নৌকা ধ্বংস করা হয়েছে।

রাশিয়া রয়টার্সকে জানিয়েছে, তারা সেভাস্তোপোল বন্দরের কাছে “নাশকতাবিরোধী” অভিযান পরিচালনা করেছে।

ইউক্রেন মঙ্গলবার জানিয়েছে, দেশটির দুটি অংশে রুশ হামলায় অন্তত আটজন আহত হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে রুশ বিমান হামলা ও গোলাবর্ষণে চারজন আহত ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খার্কিভ অঞ্চলেও রুশ হামলায় চারজন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ক্রাইমিয়া থেকে রাশিয়ার ছোঁড়া ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।